জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত ৮ জুন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমার কাজ শুরু ৯ জুন শুক্রবার থেকে যা ১৫ জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তাই ১০ জুন শনিবার দ্বিতীয় দিনে বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকেও মনোনয়ন পত্র জমা করলো বিরোধী দলের বিজেপির ও সিপিআইএম-এর পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কঠোর পুলিশ পাহারায় জোর কদমে মনোনয়ন পত্র জমা করা হয় শনিবার।
সূত্র মারফত জানা যায়, এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলের কোনো মনোনয়ন পত্র জমা করা হয়নি শনিবার পর্যন্ত। এদিন মনোনয়ন পত্র জমা করার দ্বিতীয় দিনে সিপিআইএম ও বিজেপি কর্মীরা মন্তেশ্বর ব্লক অফিস প্রাঙ্গনে হাজির হন।
সিপিআইএম-এর মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার জানান, কঠোর নিরাপত্তার মাধ্যমে মন্তেশ্বর ব্লকের সহযোগিতায় মন্তেশ্বরের ১৩টা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলে প্রায় ৫০টি সিটে মনোনয়ন পত্র জমা করা হয়।
পাশাপাশি বিজেপি পক্ষ থেকে ঝুলন হাজরা জানান, এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মনোনয়নের কাজ চলছে। রাজ্যে পঞ্চায়েত ভোট রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।