জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ। মৃতের নাম বিকাশ ঘোষ (৪৯), মন্তেশ্বর ব্লকের গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পেশায় দুধ ব্যাবসায়ী বিকাশবাবু বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার সকালে বাড়ির মধ্যেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।