দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল দশটা থেকেই ব্লকে ব্লকে মনোনয়ন পত্র জমা শুরু হওয়ার কথা। কিন্তু, মনোনয়নের ফর্ম ও ডিসিআর সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পৌঁছায়নি বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিডিও অফিসে। তার জেরে প্রবল গরমে সকাল থেকে মনোনয়নের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েও মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থীরা। এরই প্রতিবাদে ইন্দাস বিডিও অফিসে পৌছে বিডিও অফিসের সামনের রাস্তা অবরোধ করে বসে পড়েন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
পাশাপাশি নাম করে নতুন নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।