টুডে নিউজ সার্ভিসঃ মধ্যপ্রদেশের সিংপুর রেল স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বুধবার সাতসকালে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খেলনা গাড়ির মতো কামরার উপর উঠে গিয়েছে অপর ট্রেনের ইঞ্জিন। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ইঞ্জিন দুটিতে। এক চালকের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে।
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু হয়। এই দুর্ঘটনার জেরে কাটনি-বিলাসপুর শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।প্রাথমিক তদন্তে অনুমান, সিগন্যালিংয়ে ভুলেই এক লাইনে চলে আসে দুটি মালগাড়ি। দুটি ট্রেনেরই গতি বেশি ছিল। ঘটনার তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ ও পুলিশ।