বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ রবিবার বিকেলে কল্যাণীতে পুলিশের গাড়িকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড ঘটে যায়। স্থানীয় সূত্রে খবর, কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্যাসাগর পল্লীতে মতুয়াদের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান থেকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। অভিযোগ সেই সময় ওই কর্মসূচির পাশ দিয়ে একটি পুলিশের গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় খিচুড়িতে নোংরা কাদা ভরে যায়। এরপরই ক্ষিপ্ত হয়ে যান সেখানকার মানুষজন। পুলিশের গাড়িটি আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছিল সেই সময় গাড়িটিকে আটকায় উত্তেজিত জনতা। শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। তারা ওই পুলিশের গাড়িতে ভাঙচুর করে এবং গাড়িটি উল্টে দেয় এরপর বিশাল সংখ্যক পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। শুরু হয় পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এরপরই মতুয়ারা কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে সেখানে স্থানীয় বিধায়ক ছুটে আসেন। দীর্ঘ আলোচনা হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু, স্থানীয় মানুষজনের প্রশ্ন যেখানে এরম একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল এবং বহু মানুষের সমাগম ছিল সেই জায়গায় কি করে পুলিশ এই ধরনের আচরণ করলো। কারন, এই ধরনের অনুষ্ঠান যেখানে চলে সেইসব এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পুলিশের গাড়ি দ্রুত গতিতে প্রবেশ করে কি করে? পুলিশের বিরুদ্ধে নিয়ম ভাঙা নিয়েও প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে তদন্ত।
এই ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর এবং অশান্তি করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। ওই এলাকায় আপাতত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের আধিকারিকরা।
Social