টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুর্গাপুজোর আর দু’মাসও বাকি নেই। সব পুজো কমিটিগুলিতে জোরকদমে চলছে প্রস্তুতি। আর এসবের মধ্যেই মঙ্গলবার রাজ্যের সব পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগম, দমকল, পুলিশ সহ সমস্ত দফতরের আধিকারিকরা। এছাড়া জেলার বিভিন্ন পুজো কমিটিগুলিও ভার্চুয়ালি জেলাশাসকের অফিস ও বিডিও অফিস থেকে বৈঠকে উপস্থিত থাকেন। সেই মতো এদিন বর্ধমান দু’নম্বর ব্লকের বড়শুল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লকের সমস্ত পুজো কমিটি উপস্থিত থাকে। এদিন উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙাড়, সহ সভাপতি দেবদ্বীপ রায়, শক্তিগড় থানার ওসি দীপক সরকার সহ আরও অনেকে।
এদিন এই ব্লক থেকে ১১৪টি পুজো কমিটি উপস্থিত থাকে যার মধ্যে ১১টি মহিলা পরিচালিত পুজো কমিটি।
Social