মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ মকর সংক্রান্তির প্রাক্কালে জয়দেব মেলার নিরাপত্তার ব্যবস্থা খুঁটিনাটি পর্যালোচনা করলেন বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে বীরভূম জেলা পুলিশের শীর্ষ স্থানীয় কর্তাদের নিয়ে এদিন এক জরুরী বৈঠক করেন।
পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি সাংবাদিকদের জানান, মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেবের মেলাকে পুরো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। এস জি এফ গোয়েন্দা বিভাগ ড্রোন ক্যামেরা সহ অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে মেলায়। ঘাট সহ প্রত্যেকটি আখড়া এবং প্যান্ডেলের সিসি ক্যামেরা, স্পেশাল মোবাইল ভ্যান, কন্ট্রোল রুম এছাড়াও মেলার বাইরে যথেষ্ট পরিমাণে নজরদারি চালানো হবে এবং সিভিক ভলেন্টিয়ার সহ ২৫০০ পুলিশ বাহিনী রাখা হবে জয়দেব মেলায়।