বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বিজেপির জয়ী প্রার্থীর বাড়ির পিছন থেকে উদ্ধার সকেট বোমা। বোমা আতঙ্কে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজিপি প্রার্থীর পরিবার। ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত গোবিন্দপুর ১৭৪ নাম্বার বুথের বিজেপির মনোনীত বিজয়ী প্রার্থী ভক্ত বিশ্বাসের বাড়িতে। সকালে বাড়ির কাজ করতে গিয়ে প্রথম নজরে আসে ভক্ত বিশ্বাসের মেয়ের। বিষয়টি বাবা ভক্ত বিশ্বাসকে ডেকে ব্যাগ সম্পর্কে জানান ভক্ত বিশ্বাসের মেয়ে। এরপর ভক্ত বিশ্বাস ও তার ছেলে দু-জনে এসে বিষয়টি দেখে। ব্যাগ ভর্তি বোমা দেখে সন্দেহ হলে ভীমপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে ভীমপুর থানার পুলিশ। তবে বাড়ির পিছনে ব্যাগ ভর্তি বোমা রেখে ভয়-ভীতি তৈরির চেষ্টা করছে তৃণমূল এমনই অভিযোগ এবারের পঞ্চায়েত নির্বাচনের জয়ী বিজেপি প্রার্থী ভক্ত বিশ্বাসের।
বিগত পঞ্চায়েত নির্বাচনে ভীমপুর এলাকায় জয় জয়াকার হয়েছে বিজেপির। তাই ভয়-ভীতি তৈরির জন্যই তৃণমূলের এই চক্রান্ত বলে দাবি বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের পক্ষ থেকে। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তৃণমূল যুক্ত নয় বলেই দাবি করলেন তৃণমূলের নেতৃত্ব।
বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক প্রকাশ বিজেপি প্রার্থীর। বিজেপি প্রার্থী ভক্ত বিশ্বাসের দাবি আমরা প্রতিনিয়ত নিরাপত্তার অভাবেই ভুগছি। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন। আমরা প্রশাসনের ওপর পুরো ভরসা রাখছি। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।
Social