সুদীপ সেন, বাঁকুড়াঃ ব্যবসায়ী দৃষ্টি ভঙ্গি নিয়ে তৈরি হলেও সাধারণ মানুষের কথাও তাঁদের চিন্তায়, চেতনায় স্থান দিয়েছেন বাঁকুড়ার একতেশ্বর মন্দিরের প্রধান গেটের বিপরীতে গড়ে ওঠা ফ্যামিলি রেস্টুরেন্ট ডেইলি ডিলাইটের কর্ণধারবৃন্দ। ঝকঝকে, তকতকে, সজ্জার অভিনবত্বে যে কোনো অভিজাত রেস্টুরেন্টকে হার মানাবে এই রেস্টুরেন্ট।
বিলাসবহুল হলেও অতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে রুচি সম্মত, তৃপ্তিদায়ক খাবার এখানে আপনি পাবেন মাত্র ৯৯ টাকায় (নিরামিষ)। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু করা এই রেস্টুরেন্ট ইতিমধ্যেই শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কি করে এত কম দামে এতো কিছু ভালো খাবার দেওয়া যায়! আলোচনা সবার মুখে মুখে। এর সাথে রয়েছে সমস্ত রকমের মেনু, অভিজাতদের জন্য রয়েছে অভিজাত মেনু।
যে কোনো প্রয়োজনে বিশদ জানতে যোগাযোগ করুন : 8617568828 // 9134122122