টুডে নিউজ সার্ভিসঃ বিহারের ভাগলপুরে গঙ্গায় ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। জলেরতলায় ১৭৫০ কোটি টাকার প্রোজেক্ট। রবিবার সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ আচমকাই সেতুটির ৩টি স্তম্ভ ভেঙে পড়ে।
জানা গেছে, সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ সম্পূর্ণ গঙ্গায় মিশে গিয়েছে। ঘটনার সময় সেতুটিতে কোনও নিমার্ণকর্মী না থাকায় প্রাণহানি হয়নি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।
ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন : https://youtube.com/shorts/WsR6hHQ79-g?feature=share