বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বৃহস্পতিবার রাত্রে নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের ফেরিঘাটে বাঁশের ব্রিজে বোলারো গাড়ি জোর করে নিয়ে যায় তিন মদ্যপ ব্যক্তি। হঠাৎই ব্রিজের উপর সেই বোলারো গাড়ি উল্টে ব্রিজ ভেঙে যায়। এই শিবনিবাস মন্দির ঘাটে বাঁশের ব্রিজ দিয়ে সাধারণ মানুষ সাইকেল ও মোটরসাইকেল নিয়ে পারাপার করেন। এদিন রাত্রে জোর করে তিন ব্যক্তির বোলারো গাড়ি তুলে এই দুর্ঘটনা ঘটায়। ঘটনাস্থল থেকে ৫০০ মিটারের মধ্যে পাকা ব্রিজ রয়েছে অথচ সেই ব্রিজে গাড়ি না নিয়ে গিয়ে বাঁশের ব্রিজে জোর করে গাড়ি নিয়ে যায় সন্দেহের দানা বাঁধছে গ্রামবাসীদের।
কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে ওই তিন মদ্যপ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্রিজ ভেঙে যাওয়ায় শিবনিবাস মন্দিরে পুণ্যার্থী সহ গ্রামবাসীদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ। ফলে সমস্যায় পড়েছেন পুণ্যার্থী ও গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি অবিলম্বে চালু করা হোক বাঁশের ব্রিজ।
Social