টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের সড়ক দুর্ঘটনা! বেপরোয়া লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা মোটর বাইকের সংঘর্ষে আহত দুই। ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়নার আলমপুর সংলগ্ন ১৬ নম্বর মনসাতলা এলাকায়। মোথাডাঙ্গা বর্ধমান ভায়া শ্যামসুন্দর রোডে দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে রায়না থানা এবং মাধবডিহির পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।
দুর্ঘটনার পরেই লরি নিয়ে ঘটনাস্থলে ছেড়ে চম্পট দেয় লরির চালক। জানা গিয়েছে, বর্ধমান অভিমুখে আসা লরি অত্যন্ত দ্রুত গতিতে এসে বর্ধমানগামী একটি ধান বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইকে তিনজন আরোহী ছিলেন তাদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। এই দুর্ঘটনার জেরে বেশকিছু সময় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।