জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বৃদ্ধাকে মারধরের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। আহত অবস্থায় ওই বৃদ্ধা বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত রাজকুমার অধিকারী ও সৌরভ অধিকারী বাঘাসন গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন। মাঝে মাঝে আপন খেয়ালে বকবক করেন তিনি। গতকাল সন্ধ্যায় ওই দুই প্রতিবেশী যুবক ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হয়ে তাকে গালিগালাজ ও লাঠি ও বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ।
স্থানীয় মানুষজন ছুটে এসে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে ওই বৃদ্ধার জামাই মন্তেশ্বর থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতেই অভিযুক্ত দু’জনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতদের কালনা আদালতে তোলা হয়।