টুডে নিউজ সার্ভিসঃ অনু্ব্রত মণ্ডল-এর গ্রেফতারির পর বীরভূম গিয়ে সংগঠনের দায়ভার তুলে নিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্লেষকদের ধারণা, এই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো। এদিনের বৈঠকের পর অনুব্রত মণ্ডল-কে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এমনকী তাঁকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ওড়িশা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক-এর সঙ্গে বৈঠকের পর জগন্নাথ মন্দিরে পুজো দেন মমতা। রাতেই ফিরে আসেন কলকাতায়। তারপরই বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।
Social