জ্যোতির্ময় মণ্ডল মন্তেশ্বরঃ বুধবার ২২ মার্চ বিশ্ব জল দিবস। তাই এদিন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কুসুমগ্রাম অঞ্চলের সিংহালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব জল দিবস পালন করা হয়। সিংহালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জলের অপচয় বন্ধ করার বার্তা দিয়ে একটি সচেতনতা রেলি শুরু করে গোটা সিংহালী গ্রাম পরিক্রমা করে বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, প্রদীপ জ্বালিয়ে জলের অপচয় বন্ধ করা, জলের গুরুত্বের বিষয়ে আলোচনা, জল না থাকলে পরিবেশের কি কি ক্ষতি হয়, জল পরিবেশ ও মানুষের কাছে কতটা গুরুত্ব সেই বিভিন্ন বিষয়ে সচেতনতার করার বার্তা দিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে বোঝানোর মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে বিশ্ব জল দিবস অনুষ্ঠান পালন করা হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সিংহালী প্রাথমিক বিদ্যালয়ে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্র-ছাত্রীরা।