টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারল না বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বেশ কিছু আসনে কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/
সরকারি তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আসনে ৬৭১জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়াও ২৩টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিভিন্ন আসনে তৃণমূলের ৭৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। কেতুগ্রাম ও মঙ্গলকোট দুই পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত ২৫টি দখলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই জয় পেল তৃণমূল। এর মধ্যে ২টি পঞ্চায়েত সমিতি যার মধ্যে রয়েছে মঙ্গলকোট ও কেতুগ্রাম এবং ২৫ টি গ্রাম পঞ্চায়েত।
Social