জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর থানার পুলিশ বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান নেমে বেআইনি চোলাই মদ সহ দুই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের ধামাচিয়া ও দেওয়ানিয়া এলাকায় বেশকিছু ধরেই বেআইনি চোলাই মদের ব্যবসার খবর পাচ্ছিল মন্তেশ্বর থানার পুলিশ।
এদিন ভোরে ধামাচিয়া গ্রামে হানা দিয়ে ধামাচিয়া ঠাকুরপুকুর পাড় এলাকা থেকে বেআইনি চোলাই মদ ব্যবসায়ী পান্নালাল দাস, অরূপ দাস নামে ২ জনকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত পান্নালাল দাস ধামাচিয়া গ্রামের বাসিন্দা, অপর জন ধৃত অরূপ দাস দেওয়ানিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, এই অভিযানে উদ্ধার হয়েছে ৪০লিটার চোলাই মদ এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হয়েছে।
Social