টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিজেপির টিকিটে জেতার পরেই বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক ও ব্লক সভাপতি পরমেশ্বর কোনার-এর হাত ধরে বর্ধমান-২ ব্লকের গোবিন্দপুর পঞ্চায়েতের মোহিপাল গ্রামের ১৬৮নং বুথের বিজেপি প্রার্থী লতা হাঁসদা তৃণমূলে যোগদান করেন। তিনি তৃণমূল প্রার্থীকে ১২ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন। এরপর পঞ্চায়েতের বোর্ড গঠনের তালিকায় দেখা যায় প্রধান হিসেবে তার নাম কিন্তু পরে সেই তালিকা থেকে বাদ পড়ে তার পরিবর্তে অন্য একজন প্রধান হন।
রবিবার ফের বর্ধমান-২ ব্লকের হীরাগাছির বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে ৩৫নং জেলা পরিষদের মণ্ডল সভাপতি সাগ্নিক সিকদার-এর হাত ধরে পুরনো দলে ফিরে এলেন। এদিন লতা হাঁসদা জানান, আমাকে ভয় দেখিয়ে ও ভুল বুঝিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করানো হয়। আমি এই বিজেপিতে থেকেই কাজ করতে চাই।
Social