বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, চিন্তায় প্রহর গুনছেন সুন্দরবনের বাসিন্দারা

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিসঃ বাংলার আকাশে আবার দুর্যোগের ঘনঘটা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে! আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন। বিগত বছরগুলিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনও টাটকা। আয়লা, আমফান, ইয়াশ, আশনি, সিত্রাং স্মৃতি ভুলতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা। 

প্রসঙ্গতঃ বেশিরভাগ এলাকাতেই রয়েছে বালির বাঁধ। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন জলস্তর বেড়ে যাওয়ার কারণে বালির বাঁধ ভেঙে গিয়ে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যেতে পারে। যদিও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করে ফেলেছেন। আশ্বাস মিলেছে ঘূর্ণিঝড় মোচার মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়টি ওড়িশার দিকে ধাবিত হতে পারে। তবে সুন্দরবনের বাসিন্দারা যথেষ্ট চিন্তায় রয়েছেন, কারণ বেশিরভাগ জায়গায় রয়েছে বালির বাঁধ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *