Breaking News

বাংলাদেশের সমুদ্র সৈকত পায়ে হেঁটে অনবদ্য ইতিহাস গড়লেন হাওড়ার ৭ যুবক

 

অভিজিৎ হাজরা, হাওড়াঃ হাওড়া থেকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সমুদ্র সৈকতে পায়ে হেঁটে অনবদ্য ইতিহাস গড়লেন ৭ বাঙালি। এই ৭ জন বাঙালি হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশনের সদস্য।এই ৭ জন বাঙালি সদস্য সম্প্রতি ৪ দিনে বাংলাদেশের কক্সবাজার জেলার টেনকাফ শাহপরী সমুদ্র সৈকত থেকে নাজিয়ার টেক সমুদ্র পর্যন্ত ১২০ কিলোমিটার পায়ে হেঁটে পরিক্রমা করেছেন।

হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশের বিচ হাইকিং সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ইন্দো বাংলা যৌথ সমুদ্র অভিযান গত ২০ ফেব্রুয়ারি শেষ করে এই ৭ জন বাঙালি হাওড়ার বাড়িতে ফিরেছে।

এই অভিযান সম্পর্কে এই দলে থাকা হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য দেবাশীষ চক্রবর্তী বলেন, ‘পৃথিবীর দীর্ঘতম বাংলাদেশের সমুদ্র সৈকত আমরা পায়ে হেঁটে পরিক্রমা করেছি। আমাদের এই অভিযান সফল হয়েছে কক্সবাজার প্রশাসনের অনুমতি ও সহযোগিতায়। আমরা যেহেতু বিদেশী সেই কারণেই বাংলাদেশের টুরিস্ট পুলিশ আমাদের উপর সবসময়ই নজর রাখার পাশাপাশি আমাদের সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেছিল। তবে শুধুমাত্র পায়ে হেঁটে সমুদ্র সৈকত অভিযানই নয় এর পাশাপাশি বাংলাদেশের সমুদ্র সৈকত এলাকার মানুষের মধ্যে সৈকত দূষণ মুক্ত রাখার জন্য প্রচার, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে রক্তদান করার ও থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে প্রচার চালানো হয়েছে।’ দেবাশীষ চক্রবর্তী আর ও বলেন, ‘বাংলাদেশের এই সমুদ্র সৈকত ভারতের সমুদ্র সৈকত গুলির থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন।

                 

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *