বর্ধমান স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়, ট্রেন চড়ে মালদা চললেন দিদি

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান স্টেশনে হঠাৎই হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশাসনিক বৈঠকের জন্য বুধবার সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ট্রেনে চড়ে মালদহ যাওয়ার পথে মাঝে অবশ্য বর্ধমান সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে জেলা নেতাদের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। বর্ধমান স্টেশনের ১নম্বর প্লাটফর্মে সড়াইঘাট এক্সপ্রেসের স্পেশাল কোচে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন বর্ধমান স্টেশনের থামার আগে থেকেই গোটা স্টেশন চত্বর মুরে ফেলা হয় নিরাপত্তার চাদরে। কিছুক্ষণ পরেই সরাইঘাট এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ১নং‌ প্ল্যাটফর্মে ৫ টা ২৭ মিনিটে ঢোকে এবং ৫ টা ৩২ মিনিট নাগাদ ছেড়ে যায়। ওই মিনিট পাঁচেক সময়ই তিনি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে জনসংযোগ সারেন এবং সকলের উদ্দেশ্যে বলেন, “সবাই একসঙ্গে কাজ করুন। উন্নয়নের কাজকে আরও এগিয়ে নিয়ে চলুন।” এদিন তাঁর সফর সঙ্গী ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অনান্য দলের কর্মীসমর্থকেরা। ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও পুলিশ সুপার কামনাশীষ সেনও। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের সাক্ষাত্‍ নিয়ে বিধায়ক খোকন দাস বলেন, ”সবাইকে একসঙ্গে কাজ করতে বলে গেলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপারকে জিজ্ঞেস করেন সব ঠিক চলছে কি না। আমরাও দলীয় নেত্রীকে এতো কাছে পেয়ে খুবই খুশি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *