টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শক্তিগড়ের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন টেস্ট বা রিসার্চ এলিজিবিলিটি টেস্টে বাতিল। গত বুধবার রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কাছে ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত হয়। তার ফলে বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ার জন্য এদিন বাতিল করে দেওয়া হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।
জানা যায়, ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের তরফে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “বুধবার রাতে শক্তিগড়ের কাছে ট্রেন দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল বিঘ্নিত। তাই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশন টেস্ট বা রিসার্চ এলিজিবিলিটি টেস্টের যে পরীক্ষা আজ এবং আগামীকাল হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।”
হঠাৎই এই পরীক্ষার বাতিল হওয়ায় এই বিজ্ঞপ্তি না জানতে পেরে এদিন সকালে বহু পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হাজির হন এবং তারা ওই জরুরি বিজ্ঞপ্তি দেখে ফিরে যান।
দীপাঞ্জন মিত্র নামে এক পরীক্ষার্থী জানান, আমাদের আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু, আমরা এসে জানতে পারি যে আজকে আমাদের পরীক্ষা হবে না কারণ ট্রেন দুর্ঘটনা। আমরাও বাইরে থেকে এসছি বহু কষ্ট করে। এর আগেও একবার আমাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল। এখন আমাদের একটাই দাবি যে আমাদের এইরকম হয়রানি না করে একেবারে ভাইবা নেওয়া হোক।
Social