Breaking News

বর্ধমান পৌরসভার আরও একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌরসভা নতুন বোর্ড গঠনের পর থেকেই নাগরিকবৃন্দ পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পৌর নাগরিকদের ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গড়ে তোলা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র। সেই রকমই বুধবার বর্ধমান পৌরসভার আরও একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো  ৯ নম্বর ওয়ার্ডের কালিবাজার আমতলা এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামানিক, বর্ধমান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা দত্ত সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর শিখা দত্ত সেনগুপ্ত বলেন, আজকে বর্ধমান পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। আমি বর্ধমান পৌরসভাকে সাধুবাদ জানাবো যে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। প্রাথমিক চিকিৎসার সুবিধার্থে ৯ নম্বর ওয়ার্ডের মানুষরা এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পাবেন। তার জন্য আমি বর্ধমান পৌরসভার কাছে কৃতজ্ঞ। 

About Burdwan Today

Check Also

কল আছে জল নেই! আর সারানোও হবে না জানিয়ে দিল পঞ্চায়েত, চরম সমস্যায় দুর্গাপুর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের পানীয় জলের কলগুলো খারাপ হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *