বর্ধমানে শুরু হতে চলেছে মাঘ উৎসব

Burdwan Today
2 Min Read

 

 টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “শিকড়ের টানে মাটির গানে” বর্ধমান মাঘ উৎসব। যা এবছর ৯ম তম বর্ষে পদার্পণ করছে বর্ধমান শহরের ঐতিহ্যবাহী এই মাঘ উৎসব। বিগত দু’বছর করোনার দাপটে ছোট করে মাঘ উৎসবের আয়োজন করা হয় কিন্তু এবছর  ৯ম তম বর্ষে শুরু হতে চলেছে বর্ধমানের মাঘ উৎসব ২০২৩। এই উৎসব প্রাঙ্গণে নানান খাবারের স্টল ছাড়াও বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হবেন জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা।

এ বছর মঞ্চ মাতাতে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে থাকছেন দীপ চ্যাটার্জী (লোকগান), প্রাঞ্জল বিশ্বাস (লোকগান), পদ্মপলাশ (কীর্ত্তন), অদিতি চক্রবর্তী, ইমন চক্রবর্তী, পার্থ চৌধুরী ও পারমিতা, ৺কালিকাপ্রসাদ প্রতিষ্ঠিত দোহার, তন্ময় বিশ্বাস। পাশাপাশি আমন্ত্রিত শিল্পী ছাড়াও বর্ধমান ও তাঁর আশেপাশের শিল্পীরা তাঁদের প্রতিভাকে এই মঞ্চে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

বর্ধমানটুডে’র সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN

 মঙ্গলবার বর্ধমানের টাউন হলে মাঘ উৎসব উপলক্ষে সাংবাদিক বৈঠক করলেন সভাপতি পরেশচন্দ্র সরকার। সাংবাদিক বৈঠকে পরেশচন্দ্র সরকার বলেন, এবছর ৯ম তম বর্ষে বর্ধমানের মাঘ উৎসব। এ বছর আমাদের সেই পুরানো ট্যাগলাইন রয়েছে “শিকড়ের টানে মাটির গানে।” এবছর নামিদামি লোকশিল্পীরা মাঘ উৎসবের মঞ্চ মাতাবেন। আগামী ২১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এবছর মাঘ উৎসবের বাজেট প্রায় ১৫-১৬ লক্ষ টাকা। 

২১ জানুয়ারি উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও অনান্য মন্ত্রীরাও উপস্থিত থাকবেন। প্রতিবছর ৭-৮ দিন মাঘ উৎসব হলেও এবছর ৯ দিন ধরে চলবে এই উৎসব। 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *