বর্ধমানে শুভেন্দু অধিকারীর সভা

Burdwan Today
2 Min Read

 

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ সরকারের লাগামছাড়া দুর্নীতি সহ বিভিন্ন তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপির ডাকে বর্ধমান দু’নম্বর ব্লক এর জোতরাম স্বস্তিপল্লী ফুটবল ময়দানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় রবিবার। এই সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ধমান এক নম্বর ব্লকের কলিগ্রামের সভার অনুমতি প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি তারপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বর্ধমানের মাটিতে সভা হবে। ঠিক তার কথামতো এদিন বর্ধমান দু’নম্বর ব্লকের বিজেপির ডাকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN

 রাজ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, কী আতঙ্ক! চার বার মাঠ বদলাতে হয়েছে অবশেষে বর্ধমানে সভাটা করা গেল। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাই এই তৃণমূল কংগ্রেস। কয়লা, গরু, বালি, পাথর সবকিছু থেকে পয়সা খায় এই তৃণমূল নেতারা। রাইস মিলের মালিকরা ভুয়ো অ্যাকাউন্ট করে প্রচুর পরিমাণে টাকা লুট করেছে সাধারণ কৃষকের। তিনি আরও বলেন, সারের দাম আড়াই হাজার টাকা, আমি বিধানসভায় বলেছিলাম মাননীয়া (মমতা বন্দ্যোপাধ্যায়) বলছেন পর্যাপ্ত পরিমাণে সার মজুত নেই আরে যেটুকু আছে সেটুকুই কালোবাজারি না করে সাধারণ মানুষকে দিন না।

 তিনি আরও বলেন, পঞ্চায়েত ভোটে বিজেপিকে শক্ত করুন কিষান যোজনার যত টাকা ভারত সরকার দেবে নিয়ম মেনে সেই টাকা কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে তৃণমূল কংগ্রেস দলবাজি করে। এমনকি তিনি বলেন, মাননীয়া তো স্টিকার মুখ্যমন্ত্রী তিনি সব প্রধানমন্ত্রী স্কিমের নাম পাল্টে দিচ্ছেন। 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *