Breaking News

বর্ধমানে বাজ পড়ে ৪ জনের মৃত্যু

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলায় তীব্র দহনজ্বালা থেকে খানিক স্বস্তি দিয়েছে বৃহস্পতিবারের বৃষ্টি। মুষলধারে বৃষ্টি, তীব্র ঝোড়ো হাওয়া আর তার সাথে সাথে বজ্রপাত। জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতর সূত্রে খবর, এ দিন বিকাল পর্যন্ত সবমিলেয়ে এই জেলায় ৪ জনের বজ্রাঘাতে মৃত্যুর খবর এসে পৌঁছেছে এবং আহত হয়েছেন একজন। ভাতারের বেলেণ্ডা গ্রামে মাঠ থেকে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মনসুর আলি শেখের (৩৫)। কালনা মহকুমাতে কালনা-১ ব্লকের কালিনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা  খোকন শেখ (৪০)এর বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। এছাড়াও এদিন বজ্রাপাতে মৃত্যু হয়েছে খণ্ডঘোষের তোরকোনার বাসিন্দা রাসুদেব রায়ের (৫২)। জানা যায় মাঠে ধান কাটার কাজ কারার সময়ে বজ্রাপাতে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলকোটের জাঁহাপুর গ্রামের বাসিন্দা আপাল লোহারের (৪১) মৃত্যু হয়েছে। 

এ দিন মাঠে ধান তোলার কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়েছেন নতুনগ্রামের বাসিন্দা মফুজা বেগম (৩৫)। তিনিও মাঠ থেকে ধান তোলার কাজ করছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *