টুডে নিউজ সার্ভিসঃ বর্ধমান শহরের মধ্যে চালু হতে চলেছে মেট্রো! সামাজিক মাধ্যমে ভাইরাল সেই প্রস্তাবিত নকশা। বিষয়টি নিয়ে রেলের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ভাইরাল হওয়া বর্ধমান মেট্রো রেল প্রজেক্টের নকশায় দেখা যাচ্ছে, খুব শীঘ্রই বর্ধমান শহরের মধ্যে মেট্রো প্রকল্প শুরু হবে মোট দুটি লাইনের প্লান করা হয়েছে। প্রথম লাইন আলিশা বাস স্ট্যান্ড থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত এবং দ্বিতীয় লাইন বর্ধমান স্টেশন থেকে নবাবহাট বাস স্ট্যান্ড পর্যন্ত। যা শুরু হবে ২০২৫ – ২৭ সাল এবং এই প্রজেক্ট শেষ হবে ২০৩৩ এর মধ্যে এমনই উল্লেখ রয়েছে এই বর্ধমান মেট্রো প্রজেক্টে।
এই ব্যাপারে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের দপ্তর থেকে জানানো হয় বর্ধমান মেট্রো সম্পর্কে যে সংবাদ সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে তা সম্পূর্ণ ভুল ও মিথ্যে।