টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের-১ ব্লকে বুধবার বিকালে হাজির হলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। এদিন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ-র মন্তব্যে সায়নী বলেন, পাগলে কি না বলে,ছাগলে কি না খায়। ওকে আমি নেতা হিসেবে মনেই করি না। তাই ও কি বললো সেই নিয়ে আমি কিছু বলবো না।
এদিন বিকালে পূর্ব বর্ধমানের বাকলসা মোড়ে উপস্থিত হন যুবনেত্রী সায়নী ঘোষ। সেখানে তখন হাজির ছিলেন দলের কর্মী সমর্থকরা।তিনি সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, খেলা হবে, তৃণমূল জিতবে। কেউ আটকাতে পারবে না।
উল্লেখ্য, এদিন দুপুরে পূর্ব বর্ধমানের বাঘাড় এলাকার পিলখুড়িতে প্রচারে গিয়ে বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, ইডির কাছে হিসাব দিতে পারছে না বলেই যাচ্ছে না। তিনি আরও বলেন, চোরেরা যদি হিসাব দিতে পারতো তবে তো আর চোর বলা হত না।