টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বৃহস্পতিবার ২৫টি আদিবাসী সংগঠনের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফ্রম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকা ১২ ঘন্টা বাংলা বনধ। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই বনধ। এদিনের এই বনধের প্রভাব দেখা গেল পূর্ব বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে। সকাল থেকে হাতে গোনা কয়েকটি সরকারি বাস ছাড়া প্রায় সব বাস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। দূর দূরান্ত থেকে বহু যাত্রী এসে চরম দুর্ভোগের শিকার।
যাত্রীরা জানান, আমরা ট্রেনে করে এসেছি তারপর টোটো করে বাসস্ট্যান্ড। আর এখানে এসেই শুনছি সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস বন্ধ। আমাদের দাবি বাস পরিষেবা যখন বন্ধ রেল পরিষেবা কেন চালু রইল। রেল পরিষেবা বন্ধ থাকলে আমারা এই ভাবে বেরোতাম না।
Social