দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা! আর সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। ঐ মালগাড়ির পিছনে ধাক্কা বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ির। বাঁকুড়ার দিক থেকে ডাউনে এসে ধাক্কা মারে ওই মালগাড়িটি। ঘটনায় একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। একজন চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ব্যাহত ওই লাইনের ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলের ত্ররফে জানা যাচ্ছে। আপ এবং ডাউন লাইনেই ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর। এই ঘটনার সঙ্গে অনেকটাই করমণ্ডল দুর্ঘটনার মিল রয়েছে বলে মত রেলের আধিকারিকদের। শুধু তাই নয় বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ করে আদ্রা এবং খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাপক ভাবে ব্যাহত হয়েছ বলে জানা গিয়েছে। তবে ভয়াবহ এই ঘটনায় ট্র্যাক ভেঙে গিয়েছে। ছিঁড়ে গিয়েছে ওভারহেডের তারও।
তবে সাত সকালে একাধিক ট্রেন বাতিলের ঘটনায় সমস্যায় যাত্রীরা। অন্যদিকে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রেলের দাবি, মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই কারনে সিগন্যাল দেখতে পাননি। আর সেই কারনেই এই দুর্ঘটনা।
তবে বিস্তারিত ভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাগ্রস্থ বগিগুলিকে সরানোর কাজ চলছে। পাশাপাশি ওভারহেড তার সারানোর কাজও শুরু হয়েছে। ওই লাইনে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বালেশ্বরে একই ভাবে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এই ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন! আর এর মধ্যেই ফের একই ঘটনা। একের পর এক দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।
Social