টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের অশান্ত বর্ধমানের খাগড়াগড়। দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে শনিবার রাতে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের খাগড়াগড় এলাকায়। এই সংঘর্ষে আহত হয়েছেন চারজন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াগড় অশান্ত হওয়ার পিছনে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বেশ কয়েকবছর আগে বোমা বিস্ফোরণে এবং আন্তর্জাতিক যোগাযোগের কারনে শিরোনামে এসেছিলো পূর্ব বর্ধমানের খাগড়াগড় এলাকা, তারপর বার বারই সংঘর্ষের কারনে সংবাদ শিরনামে এসেছে এই এলাকা। শনিবার সন্ধ্যায় ফের এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারপিট হয়। পরিস্থিতি সামাল দিতে বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাছেন, এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয় স্থানীয় বিবাদের কারনে দুই দলের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
Social