টুডে নিউজ সার্ভিসঃ চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো ২৪ মে বুধবার। দুপুরে ১২ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে ওয়েবসাইট মারফত ফল দেখতে পারবেন তাঁরা।
৪৯৬ পেয়ে প্রথম শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে।
কিন্তু, এবছর সংসদের তরফে জানানো হয়েছে, দ্রুত ফলপ্রকাশ করা গেলেও মার্কশিটের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তাই ওইদিন মার্কশিট হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সে কারনে ফলপ্রকাশের দিনের পরিবর্তে আগামী ৩১ মে সংসদের ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা নিজেদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে নেবে।
উল্লেখ্য, চলতি বছরের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ১৪ মার্চ। পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় এবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৮ লক্ষের বেশি।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha থেকে রেজাল্ট দেখতে পাবে।
বিস্তারিত আসছে…
Social