অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ ফুল-পাতা দিয়ে নিজেরা রাখি তৈরি করে রাখি বন্ধন উৎসব পালন করল গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার আমতা-১ ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা। নিজদের বাগানের ফুল পাতা দিয়ে নিজেরাই রাখি তৈরি করল প্রথম শ্রেণীর ছাত্রী দেবাংশী, মৌপ্রিয়া, দ্বিতীয় শ্রেণীর মেঘনা, হিমাংশু, তৃতীয় শ্রেণীর রূপ, রিমি, চতুর্থ শ্রেণীর সুস্মিতা, সুব্রত। তারপর সেই রাখী বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর হাতে বাঁধল তারা। রাখি তারা পরিয়ে দিল বাগানের গাছেদেরও। বাদ গেল না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। এই ভাবেই রাখি বন্ধন উৎসব পালন করল আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্র-ছাত্রীরা।
প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানালেন, এই অভিনব ফুল-পাতার রাখি বন্ধন উৎসবের চিন্তা ভাবনা বিদ্যালয়ের কচিকাঁচা শিশু পড়ুয়াদেরই।পড়ুয়াদের সহযোগিতা করলেন শিক্ষক সৌমেন মণ্ডল ও শিক্ষিকা পুষ্পিতা পাল।