প্রতীক্ষার অবসান! রায়গঞ্জ স্টেশনে গড়াল ইলেকট্রিক ট্রেনের চাকা

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, উত্তর দিনাজপুরঃ আজকের দিনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ রেলস্টেশন সাক্ষী থাকলো এক ঐতিহাসিক ঘটনার। রবিবার থেকে রায়গঞ্জ রেল স্টেশনের উপর দিয়ে ছুটতে শুরু করল ইলেকট্রিক চালিত ট্রেন। বহুদিন ধরে ইলেকট্রিক ট্রেনের কাজ চলছিল রায়গঞ্জ রাধিকাপুর বার্সই লাইনে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটলো। রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ইলেকট্রিক ট্রেন দিয়ে ইলেকট্রিক ট্রেন লাইনের সূচনা করা হলো। যার শুভ সূচনা করলেন কাটিহারের ডিভিশনের ডিআরএম শুভেন্দ্র কুমার এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। উপস্থিত ছিলেন প্রশাসনিক এবং রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অবশেষে ফিতে কেটে এই নতুন ইলেকট্রিক ট্রেনের উদ্বোধন করা হলো। রায়গঞ্জ স্টেশনের জন্য এই দিনটি একটা গর্বের দিন বলে জানাচ্ছেন কাটিহার ডিভিশনের ডি আর এম শুভেন্দ্র কুমার চৌধুরী। তিনি আরও জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে রায়গঞ্জ স্টেশনকে আরো আপগ্রেড করবার চিন্তা ভাবনা করা হচ্ছে। এই প্রসঙ্গে সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন এর আগে রেলের কাছে মাত্র ছয় মাস আগে দরবার করা হয়েছিল। আর ছয় মাসের মধ্যেই রেল কাটিহার ডিভিশনের বিভিন্ন স্টেশন গুলিকে উন্নত করবার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে দিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেন ধরবার জন্য আসেন এই স্টেশনে। এছাড়া যাত্রীদের সুবিধা এবং সুরক্ষার কথা মাথায় রেখে আরো নানান কর্মসূচি গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন তিনি। রায়গঞ্জ স্টেশনে প্রথম গড়াল ইলেকট্রিক ট্রেনের চাকা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *