জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত লকাই শেখ মন্তেশ্বর ব্লকের মূলগ্রামের বাসিন্দা। সূত্রে জানা গেছে, পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে কোর্টে মামলা চলছে। সেই মামলাটি তোলার জন্য বারবার চাপ দিচ্ছিল লকাই শেখ ও তার পরিবারের লোকজন এবং এ নিয়ে কয়েকবার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে বচসা চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় লকাই শেখ ও তার ছেলে। গুরুতর আহত হন প্রতিবেশী সবুর আলী মল্লিক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরু থাকায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে সবুর আলী চিকিৎসাধীন। ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান আহতের স্ত্রী বুলবুল বেগম। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত লকাই সেখ-কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
Social