সেখ সামসুদ্দিন, মেমারীঃ মেমারী দু’নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন এক নম্বর পঞ্চায়েতের অধীনে গয়েশপুর গ্রামে ভার পল পুকুর পাড়ে বার্ষিক পীর আউলিয়া বাবার উরস উৎসব প্রায় ১৫০ ধরে হয়ে আসছে বলে জানা যায়। প্রত্যেক বছরই মাঘ মাসে ২০ তারিখের পর বৃহস্পতিবারে এই উরস উৎসব অনুষ্ঠিত হয় এবং বহু দূর-দূরান্ত থেকে সকল ধর্মের ভক্তরা আসেন বলে এদিন জানালেন খাদিম সাহেব রেকাব আলী মল্লিক।
এদিন দুপুরে প্রায় তিন হাজার ভক্ত বসে শিন্নি প্রসাদ গ্রহণ করেন। পাশাপাশি উরস উৎসব উপলক্ষে দশ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এবং মেলা প্রাঙ্গণ কবিগান, বাউল ও যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি শেখ হীরা, সেক্রেটারি সেখ সায়েম আলী, মেলা কমিটি সদস্য মোহর শেখ, নাসের মন্ডল সহ আরও অনেকে।