রাহুল রায়, কাটোয়াঃ রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কাটোয়া মহকুমা হাসপাতালের ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়ের পিতা জহরলাল চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দাঁইহাটে। এই রক্তদান শিবিরে সহযোগিতা করে দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়ের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
এই রক্তদান শিবিরে ৪৪ জন রক্তদাতা রক্তদান করেন। সেই সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারের হাতে। এদিন সকল রক্তদাতাদের হাতে সার্টিফিকেট ও স্মারক তুলে দেওয়া হয়।