Breaking News

পিকনিক থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

 

টুডে নিউজ সার্ভিস, কুমিল্লাঃ কুমিল্লা নগরীতে ফয়সাল ইসলাম হৃদয়(২০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে নগরীর চর্থা বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ইসলাম হৃদয় চর্থা বড় পুকুরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সানজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের বড়ো বোন শিউলি আক্তার বলেন, ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ের পর হৃদয় আনন্দ মিছিল বের করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। শনিবার রাতে হৃদয়সহ তাঁর বন্ধুরা নতুন বছর উদযাপনে বাড়ির পাশে পিকনিকের আয়োজন করে। এসময় কয়েকজন যুবক হৃদয়কে কৌশলে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সানজুর মোর্শেদ বলেন, মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About Burdwan Today

Check Also

মেমারির মোবারকপুরে সমবায় নির্বাচনে ৬টি আসনেই জয়ী ঘাসফুল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একদিকে যখন হুগলির পান্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *