দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের হাত থেকে নিস্তার দিতে আবহাওয়াবিদদের পূর্বভাস অনুযায়ী জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুরানি পুষ্কুরিণী, করিশুণ্ডা, আকুই, ইন্দাস সহ ইন্দাসের বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক বৃষ্টিতে পাকা ধানে প্রচন্ড ক্ষতি হয়েছে বলেই দাবি চাষী মহলের।
এবার বোরো ধানের ব্যাপক ফলন দেখা গেছে, স্বাভাবিক কারণেই খুবই আনন্দিত ছিলেন বোরো চাষীরা কিন্তু ধান ঘরে তোলার মুখেই প্রবল বৃষ্টিতে জলের তলায় পাকা ধান।
প্রাকৃতিক রোষানলে বারবার ক্ষতিগ্রস্ত চাষীরা ভেঙে পড়েছেন। অনেক চাষী ঋণ নিয়ে চাষ করেছেন তারা ভেবে পাচ্ছেনা কিভাবে শোধ হবে দেনা আর কিভাবেই বা ঘুরে দাঁড়াবে পরিবার।
Social