Breaking News

পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতা শিবির

 

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ    গ্ৰামীণ হাওড়া জেলার আমতা বিধান সভা তথা আমতা দু’নম্বর ব্লকে হাওড়া বন বিভাগের আয়োজনে আমতা দু’নম্বর ব্লকের কাশমলি নিগনা এস.সি.উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)-এ পালিত হলো পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতা শিবির। কাশমলি, ভাটোরা, ঘোড়াবেড়িয়া-চিৎনান, জয়পুর এইসব এলাকায় প্রচুর বন্যপ্রাণীর অবাধ বিচরন। কিন্তু গ্রামের দিকে কচ্ছপ শিকার করা, পাখি শিকার করার মতো গুরুতর সমস্যা রয়েছে। 

পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণের উপর অঙ্কন প্রতিযোগিতা, গ্রামের মধ্যে বন্যপ্রাণ রক্ষার আবেদন জানিয়ে সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। এমনকি ছাত্র-ছাত্রীদের বন্যপ্রাণ রক্ষা সম্বন্ধে আলোচনা এবং শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। 

এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বিভাগীয় বন আধিকারিক নিরঞ্জিতা মিত্র, বিট অফিসার উত্তম মণ্ডল, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, ইমন ধাড়া, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সন্দীপ ঘোষ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গণ। এদিন ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। হাওড়া বন বিভাগ আরও কয়েকটি স্কুলে এরকম অনুষ্ঠান করবে বলে জানিয়েছেন।

About Burdwan Today

Check Also

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *