টুডে নিউজ সার্ভিসঃ রাজ্য সরকার ২০ জুনের পরিবর্তে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায়! প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুর নেতৃত্বে গঠিত ‘পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ সংক্রান্ত কমিটি’ সোমবার বিধানসভায় বৈঠকে বসে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব আনা হতে পারে বলে জানা গিয়েছে।
এ ব্যপারে প্রশ্ন করা হলে কমিটির চেয়ারম্যান সুগত বসু বলেন, তাঁরা সরকারের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছেন। সরকারই এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।