অর্পণ নন্দী, কাটোয়াঃ অরন্য সপ্তাহ উপলক্ষে কাটোয়ার থানার অন্তর্গত করজগ্ৰাম অঞ্চলের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ে সবুজ সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শেখ সাফিকুল ইসলাম স্কুল প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করে অরণ্য সপ্তাহ পালন করা হলো।
স্কুলের শিক্ষক শেখ শফিকুল ইসলাম জানান, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে মেহগনি, আম, জাম, লিচু এবং বিভিন্ন ফুলের গাছ সহ মোট ২০০ টি গাছের চারা রোপণ করার মাধ্যমে পরিবেশে ভারসাম্য লক্ষ্যের সুস্থ পরিবেশ গড়ে তোলা লক্ষ্যে আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN
একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান জীবন বাঁচান এই স্লোগান রেখে রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ পালন।
স্কুলের শিক্ষক শেখ সাফিকুল ইসলাম আরও জানান রাজ্য সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করে আমরাও গর্বিত। আশেপাশে গা ফুলিয়া থেকে শুরু করে বনগ্রাম, দুর্গা গ্রাম থেকে অনেক ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে যোগ দেন।।
Social