রাহুল রায়, কাটোয়াঃ আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছে বিজেপি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা এলাকায় ভোটের প্রচারে এলেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় ব্যানার্জী। রবিবার ৪৯নং জেলা পরিষদের বিজেপির প্রার্থী কৃষ্ণ ঘোষ-এর সমর্থনে ভোটের প্রচার করেন জয় ।
কাটোয়া দু’নম্বর ব্লকের অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সাহাপুর, চরসাহাপুর, চরকবিরাজপুর, বাগানপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চলে ভোটের প্রচার।
পাশাপাশি এদিন গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের খাসপুর এলাকায় বিজেপির প্রার্থীদের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় ব্যানার্জী ছাড়াও বর্ধমান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা ৪৯নম্বর জেলা পরিষদের বিজেপির প্রার্থী কৃষ্ণ ঘোষ সহ অন্যান্যরা। এই সভায় বিজেপির কর্মীরা হাজির। এদিন বিজেপির পথসভায় অভিনেতা জয় ব্যানার্জী-কে দেখার জন্য ভিড় জমিয়েছিল এলাকার মানুষেরা।