টুডে নিউজ সার্ভিসঃ গ্রীষ্মের প্রবল দাবদাহে যখন নাজেহাল রাজ্যবাসী। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অত্যাধিক গরমে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার। চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দেন তিনি। পরে শিক্ষাদফতর থেকে এই সংক্রান্ত বিষয়ে একটি নোটিশও জারি করা হয়।
আর সেই সরকারি নির্দেশ অমান্য করে খোলা হল প্রাথমিক স্কুল! কেন? ‘হঠাৎ ছুটি ঘোষণা হওয়ায় সমস্ত অভিভাবকদের জানানো সম্ভব হয়নি’ বলে সাফাই দিল স্কুল কর্তৃপক্ষ। জলপাইগুড়ির ধূপগুড়ির বৈরাতীগুড়ি ২নং সি এস প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে পড়ুয়ারা। খোলা আকাশে নিচে দাঁড়িয়ে প্রার্থনাও করে তারা! খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়।
স্কুল কর্তৃপক্ষের সাফাই, সরকারি নির্দেশ অমান্য করে স্কুল খোলার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেহেতু হঠাৎ ছুটি ঘোষণা করেছে সরকার, সেকারণেই সমস্ত অভিভাবককে তা জানানো সম্ভব হয়নি। সবাইকে একসাথে জানানোর জন্য স্কুলে আসতে বলা হয়েছিল।
Social