টুডে নিউজ সার্ভিসঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পৌরসভাকে নোটিস ইডির। ২০১৪-র পর থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করল ইডি। সূত্র মারফত খবর কোন কোন পদে, কীভাবে নিয়োগ, জানতে যাবতীয় তথ্য তলব করা হয়েছে।
ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, উত্তর ও দক্ষিণ দমদম সহ ১২টি পৌরসভাকে নোটিস , পৌরসভাগুলির পাঠানো নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে ধৃত অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া নথি। সেই যে অয়ন শীলের অফিস থেকে পাওয়া নথি থেকে ৬০টি পৌরসভার কথা জানা গিয়েছিল তার মধ্যেই ১২টি পৌরসভাকে নোটিশ পাঠানো হল বলে সূত্রের খবর।
Social