জ্যোতির্ময়, মণ্ডল, মন্তেশ্বরঃ দুই দিন ধরে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের নাম রাজীব রঞ্জন যাদব বিহারের নওসরাই জেলার হেমাদা গ্রামের বাসিন্দা। পরিবারের অন্যদের সঙ্গে গত দুই দিনআগে কলকাতা থেকে বিহার যাওয়ার সময় হাওড়া স্টেশন থেকে পরিবারে কাছ থেকে আলাদা হয়ে হারিয়ে যায়। ওই যুবককে খুঁজে না পেয়ে হাওড়া থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকজন ।
থানায় নিখোঁজ ডায়েরি করেন। সোমবার ভোরে কুসুমগ্রাম পঞ্চায়েতের কুলুট বাজার এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারপর তার নাম ঠিকানা উদ্ধার করে পরিবারের লোকজনদের খবর দেয় মন্তেশ্বর থানার পুলিশ। পরে পরিবারের পুলিশ নিখোঁজ যুবকের পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিবারের হাতে তুলে দেয়। নিখোঁজ যুবককে ফিরে পেয়ে খুশি পরিবার।