টুডে নিউজ সার্ভিসঃ রাজ্য নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। ঘোষণার পর দেখা গেছে নমিনেশন জমা দেওয়ার জন্য হাতে সময় মাত্র ছয় দিন। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এমতাবস্থায় শুক্রবার তুফানগঞ্জ-১ ব্লকের বিডিও অফিসে নমিনেশন জমা দেওয়ার জন্য বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে দেখতে পান এখনও নেই কোনো ব্যবস্থা।
নমিনেশন জমা করার সময় সকাল ১০ টা থেকে ৩ টে পর্যন্ত থাকলেও নমিনেশন জমা নেওয়ার জন্য প্রস্তুতি এখন শেষ হয়নি বিডিও অফিসে। এমনকি মিলছে না নমিনেশন পত্র। বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।
এ বিষয়ে বিজেপি তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতি রাভা রায় বলেন, যদি সঠিক সময়ে প্রশাসন প্রস্তুত থাকত তাহলে আজকে আমরা ৫০ টিরও বেশি প্রার্থীর নমিনেশন জমা করতে পারতাম। যদিও এ বিষয়ে তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের আধিকারিকরা সংবাদমাধ্যমকে কোনো বক্তব্য দেননি।
Social