গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ বৃহস্পতিবার ঈদ মোবারক ইদুজ্জোহা। এদিন নমাজ শেষে পূর্ব বর্ধমানের কাটোয়ার মন্ডলপাড়ায় গিয়ে দেখা গেল একে অপরকে কোলাকুলি করে জড়িয়ে ধরছে, পাশাপাশি একে অপরকে ঈদ মোবারক জানাচ্ছে। সাতসকালে কাটোয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফা খাতুন ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাই ভালো থাকবেন সম্প্রীতি গড়ে উঠুক অটুট থাকুক ভ্রাতৃত্ববোধ হিন্দু-মুসলিমের মধ্যে”-এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই।
পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না সকল জাতির মিলনক্ষেত্র ভারতবর্ষের পবিত্র মাটি হিন্দু-মুসলিমের যৌথ উদ্যোগে আমরা পেয়েছি স্বাধীনতা, আর স্বাধীনতা, আর গণতন্ত্র রক্ষায় আমরা আপস হীন। অপরদিকে, কাটোয়ার মণ্ডলপাড়ায় মসজিদ কমিটির সেক্রেটারি লতিফ সাহেব-কে সঙ্গে নিয়ে সিরাজ মল্লিক বলেন, আমরা চাই সম্প্রীতি, এই সম্প্রীতির লক্ষ নিয়ে আমরা এগিয়ে যাব। এদিন আরও দেখ দেখা যায়, বড়োদের পাশাপাশি ছোটরাও একে অপরকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বিনিময় করছে।