মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ জয়দেব মেলায় দোকানদারদের অবস্থান বিক্ষোভ দ্বিতীয় দিনে পড়ল। মেলায় দোকানে জায়গার বুকিং-এর অতিরিক্ত রেট বাড়ার ফলে দোকানদাররা একতাবদ্ধ হয়ে অবস্থান বিক্ষোভ করেন জয়দেব মেলা কমিটি অফিসের সামনে। তাদের দাবি মেলার জায়গার দাম অতিরিক্ত করা হয়েছে।
সেই মতো ভেবে ইলামবাজার ব্লক বিডিও শেখ জসীমউদ্দীন মেলার জায়গার রেট কিছুটা হলেও কমিয়েছেন। এ ক্যাটাগরি জায়গার রেট ছিল ৪০ টাকা সেটা কমিয়ে করা হয়েছে ৩৫ টাকা। বি ক্যাটাগরি জায়গার রেট ছিল ৩৫ টাকা সেটা কমে করেছে ৩০ টাকা। সি ক্যাটাগরি জায়গা রেট ছিল ৩০ টাকা সেটা কমিয়ে করা হয়েছে ২৫ টাকা পার স্কয়ার ফিট হিসাবে। ইলেকট্রিক বিল ছিল চার দিনে দু’হাজার টাকা সেটা কমিয়ে করা হয়েছে ১৫০০ টাকার ৬ দিনে। ইলামবাজার ব্লক বিডিও শেখ জসীমউদ্দীন, ইলামবাজার ওসি তন্ময় ঘোষ, জয়দেব পুলিশ ফাঁড়ির বিপ্লব দত্ত সহ প্রশাসনের কর্তারা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
রেট কমানো হলেও দোকানদাররা অবস্থান-বিক্ষোভে অনড়। তাদের দাবি জায়গার রেট আরও কমাতে হবে।
Social