পাপু লোহার, কাঁকসাঃ দুর্গাপুরের বেনাচিতির তালতলা এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ১০-১২ টি বাড়ি অগ্নিকাণ্ডে ভষ্মীভূত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে।
প্রসঙ্গত, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলবাহিনীর ৫টি ইঞ্জিন। দমকলবাহিনীর ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যায় ওই বস্তি এলাকায় ফলে প্রায় ১০-১২ টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বলে প্রাথমিক অনুমান।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। তিনি জানান, হতাহতের কোনো খবর নেই আপাতত। সকল বাসিন্দাদের সুরক্ষিত ভাবে বের করে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি এবং আগুন লাগার কারনও জানা যায়নি।
বাসিন্দারা জানান, ওই এলাকায় আগুন লাগার পর বাড়িগুলিতে রাখা তিন-তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে যার ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে।
Social